26/04/2024 : 9:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রিক্সায় সিয়াচেন অভিযান সত্যেনের, মেমারিতে সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি,  ৫ অগাষ্ট ২০২১:


সত্যেন দাস। বাড়ি কলকাতার সাউথ গড়িয়া। স্ত্রী মুন্নি ও মেয়েকে নিয়ে সংসার। পেশা গীতাঞ্জলি মেট্রো ষ্টেশনের বাইরে সাইকেল রিক্সা চালক। স্বপ্ন- মানুষ মানুষের জন্য এই বার্তা ছড়িয়ে দেওয়া। সাইকেল রিক্সা করে দুঃসাহিক যাত্রা সত্যেন দাসের।

২০১৪ সালে ১১ জুন প্রথম লাদাখ অভিযান শুরু করেন, ৬৭ দিনে ১৪ আগষ্ট সাইকেল রিক্সায় ৩০০০ কিলোমিটার দূরে সুদূর লাদাখ উপত্যকায় পৌঁছেছিলেন কলকাতা থেকে। দ্বিতীয়বার ২০১৭ আবার যাত্রা শুরু গ্লোবাল ওয়ার্মিং এর বার্তা কে সামনে রেখে। বিশিষ্ট বিজ্ঞানী সোনাম ওয়াংচুর স্কুলে তার রিক্সাটি দিয়ে আসেন তিনি। তাকে নিয়ে তথ্য চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে। তবুও জীবন যাত্রা সেই একই রকম।

সত্যেন দাস জানান যে, এই যাত্রা শুরু ১৯৯৩ সালে পুরী যাত্রার মাধ্যমে। ১৯৯৪ সালে হরিদ্বার। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ৪০৩ দিনে গোটা ভারত যাত্রা। ২০০৮ সালে দক্ষিণ ভারতে স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে দূষণমুক্ত পরিবেশ সচেতনতার বার্তা। ২০১৮ সালে রাজ্য যুবকল্যাণ দপ্তরের বিশেষ পুরস্কার প্রাপ্ত হলেও তিনি স্ত্রী-কন্যাকে নিয়ে দিন আনি দিন খাই জীবনের মধ্যেই বাঁচার আনন্দ খুঁজে পেয়ে যান।

তৃতীয় বারের জন্য ১ অগাষ্ট কলকাতা থেকে লাদাখ-সিয়াচেন যাত্রা শুরু করেছেন তিনি। যাওয়ার পথে বৃহস্পতিবার পৌঁছালেন মেমারিতে। সেখানে দেখা করলেন মেমারি শহরের আর এক দুঃসাহসিক সাইকেল আরোহী ও প্রকৃতি প্রেমী অর্ক পালের সাথে।

মেমারি প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন থেকে সত্যেন দাসকে তার এই দুঃসাহসিক যাত্রার জন্য সংবর্ধনা জানানো হলো। সংস্থার পক্ষ থেকে একটি পোষাক, রেইনকোট, খাদ্য সামগ্রী ও একটি মানপত্র তুলে দেওয়া হয়।

যেভাবে সারা বিশ্বে গ্লোবাল ওয়র্মিং বৃদ্ধি পাচ্ছে, তার বার্তা নিয়ে সত্যেন দাসের এই যাত্রা সফল হোক এই প্রার্থনা করছে সমগ্র মেমারিবাসী।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

 

Related posts

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতের  আইনী রক্ষাকবচ ‘সাময়িক’ বহাল, হোঁচট খেল সিবিআই 

E Zero Point

অন্যরকম ভাঁইফোটার আয়োজনে “হেল্প”

E Zero Point

ভ্যাকসিনের দুর্ভোগ থেকে বাসিন্দা দের মুক্তি দিতে পঞ্চায়েতের অভিনব ব্যাবস্থাপনা

E Zero Point

মতামত দিন