24/03/2023 : 11:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

স্বাধীনতা দিবসে বর্ধমানে মালা পেলেন না নেতাজী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৫ অগাষ্ট ২০২১:


দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস জেলাশাসকের দপ্তরে জাঁকজমকভাবে পালন করা হলেও একদম জেলাশাসকের দপ্তরের সামনেই আছে নেতাজী সুভাষচন্দ্র বষুর আবক্ষ মূর্তি । আর সেই মূর্তিই অবহেলিত হয়ে পরেছিলো স্বাধীনতা দিবসের দিনে । তার গলায় কেউ মাল‍্যদান করেনি। অবশেষে পূর্ব বর্ধমান জেলার কয়েকটি সাংবাদিক এগিয়ে এসে নিজেদের উদ‍্যোগে বীর সৈনিক নেতাজী সুভাষচন্দ্র বসুর গলায় মাল‍্যদান করেন তারা।

গোটা রাজ্যের সাথে জেলা জুড়ে চলে স্বাধীনতা দিবস পালন করছে রাজনৈতিক সংগঠন থেকেশুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব। বর্ধমান শহরে মূলকেন্দ্র কার্জন গেট এবং প্রশাসনিক ভবনের সামনেই নেতাজি সুভাষচন্দ্র বোস এর মূর্তি নজর পড়লো না। যদিও সকাল থেকে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের উদ‍্যোগে জাতীয় পতাকা উত্তলন করলেন। বিধায়ক খোকন দাসের চোখে পরলো না এই নেতাজীকে।

জনৈক গৌরিশঙ্কর দাস জানান যে, দেশের সবকটি সরকারই যেমন নেতাজীকে অবেহলা করেছেন, খোদ বর্ধমানেও তাই হলো। নেতাজীকে আমরা যোগ্য সম্মান দিতে পারিনি।

Related posts

মেমারিতে ডাকতির আগেই গ্রেপ্তার ৪ যুবক

E Zero Point

একাধিক শহর নেতৃত্ব অনুপস্থিত বিজয়া সম্মিলনীতেঃ তির্যক মন্তব্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতির

E Zero Point

‘নাগরিক দিবস’ হিসেবে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস : মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন