26/04/2024 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতা দিবসে প্রাক্তন সামরিক বাহিনীর কর্মীদের সম্মান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ অগাষ্ট ২০২১:


রবিবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আঁচল পালন করলো বেশ কিছু কর্মসূচী। সকাল ৮ টায় আঁচলের অফিস সন্নিকটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আঁচল।

তারপর স্থানীয় শিশু ও বালক বালিকাদের খাতা, পেন্সিল ,রাবার ও মিষ্টি বিতরন করা হয়। এরপর সারা মেমারি শহর ও বাগিলা পর্যন্ত এক বাইক র‌্যালির তথা সচেতনতার আয়োজন করা হহয়েছিল।

এই সচেতনতা প্রচারে ছিল পরিবেশ রক্ষার বার্তা, ডেঙ্গু ও অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধ করা, কোভিড বিধি মেনে চলা, বৃক্ষ রোপন ও স্বাধীনতা সংক্রান্ত নানা বিষয় সমূহ।

এরপর আঁচল মেমারি এলাকায় যত প্রাক্তন সামরিক বাহিনীর কর্মী ও বর্তমানে কর্মরত সকল মানুষকে আজকের বিশেষ দিনটিতে আঁচলের তরফ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান হয়। দুপুর একটা নাগাদ সমস্ত কর্মসূচী শেষ হয়।

Related posts

সমানে চলছে নাড়া পোড়ানোর কাজ – কবে সচেতন হব!

E Zero Point

মশাবাহিত রোগমুক্তকরনে জামালপুরে গাপ্পি মাছ বিলি

E Zero Point

বৃদ্ধাশ্রমে বিজয়া সম্মেলন

E Zero Point

মতামত দিন