26/04/2024 : 9:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম মেদিনীপুর

“দুয়ারে সরকার” শিবির থেকে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক – পশ্চিম মেদিনীপুর, ১৮ অগাষ্ট ২০২১:


বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, তাঁর সংসদীয় এলাকার, দাঁতন বিধানসভার সাহানিয়া এলাকায় আজ দুপুরে একটি দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করতে যাওয়ার সময় আক্রান্ত হয়েছেন।


জানা গেছে, সাহানিয়া গ্রামে যাওয়ার পথে মনোহরপুর বাজারের কাছে একটি “দুয়ারে সরকার” কর্মসূচির শিবির চলছিল। অভিযোগ, সেই শিবির থেকে কিছু উন্মত্ত জনতা দৌড়ে এসে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে।

তারা দিলীপ ঘোষের গাড়ির সামনের অংশে আঘাত করতে থাকে। দিলীপ ঘোষের সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ঐ অবস্থা থেকে বের করে আনে। পরে বিক্ষোভের মুখে পড়ে সাহানিয়া গ্রামের কর্মসূচিতে না গিয়েই ফিরে আসেন সপার্ষদ দিলীপ ঘোষ। এই সময়ে বিক্ষোভের ছবি তুলতে গিয়ে কর্মরত এক সাংবাদিক সঞ্জয় দাস বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, পথের মাঝেই মনোহরপুর বাজারে তাঁর গাড়ি ঘিরে ধরে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী।

Related posts

কালনায় জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল মিছিল, সভা

E Zero Point

‘পাড়ায় শিক্ষালয়’ – বিপদে কিশলয়

E Zero Point

সাঁওতাল সম্প্রদায়ের নিজেদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে জনসভা

E Zero Point

মতামত দিন