20/03/2023 : 11:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

হুগলীর জায়ের-দ্বারবাসিনী অঞ্চলে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ২৩ অগাষ্ট ২০২১:


হুগলীর জায়ের- দ্বারবাসিনী অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার।দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ,এই আয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া।রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ভ্রাম্যমাণ এসি বাসে,যেখানে রক্ত সংগ্রহ এবং সংরক্ষণ করার সুব্যবস্থা আছে । এই অভিনব ব্যাবস্থা করার জন্য রক্ত দাতা গন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার র সদস্য দের সাধুবাদ জানিয়েছেন।


শনিবার রক্তদান শিবিরে রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । আজকে মনোরম পরিবেশে পুরুষ ও মহিলা মিলে মোট ১০৬ জন রক্তদাতা রক্ত দান করেন। করোনা আবহে এই বিরাট পরিমান রক্তের যোগান সুনিশ্চিত করতে পেরে উদ্যোক্তা রাও খুশি এবং উপস্থিত সকলের আনন্দিত ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টপাধ্যায়, পাণ্ডুয়া পঞ্চায়েতের সমিতির সভাপতি চম্পা হাজরা , পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী জায়ের- দ্বারবাসিনী অঞ্চলের প্রধান ও উপ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Related posts

কান্দিতে বিজয়া ও দীপাবলী সন্মিলনী জনসভা

E Zero Point

লালঝাণ্ডার তলে আসা মানুষের ঢল অব্যাহত পূর্বস্থলীতে

E Zero Point

কোঁচমালী পঞ্চায়েতে বিক্ষোভ ও জি টি রোড অবরোধ গ্রামবাসীর

E Zero Point

মতামত দিন