29/03/2024 : 2:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৪ সেপ্টেম্বর ২০২১:


অবৈধভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার গ্রেফতার করে সালার থানার পুলিশ। শুক্রবার ধৃত ৩ জনকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করে সালার থানার পুলিশ।

কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন রতন শেখ নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বর্ণালী জেরক্স এর মালিক শামসুল মমিন, বর্ণালী ফার্মেসির মালিক শামসুল আলম ও বাড়ির মালিক মোহাম্মদ শামসুদ্দিন শেখকে গ্রেফতার করা হয় এবং ধৃতদের শুক্রবার সালার থানার পুলিশি ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তুললে কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার ৭ দিনের পলিসি হেফাজত মঞ্জুর করেন বিস্তারিত তদন্ত সাপেক্ষে।



Related posts

বিষাক্ত গোখরো সাপ উদ্ধার

E Zero Point

সালারে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা

E Zero Point

কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ-এর স্মরণসভা মেমারি ও বর্ধমানে

E Zero Point

মতামত দিন