27/04/2024 : 7:28 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

নেতা মন্ত্রীরা আসে-যায় কিন্তু পাকা সেতু নেই দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৪ সেপ্টেম্বর ২০২১:


স্বাধীনতার ৭৫ বছর কেটেছে তবুও গ্রামবাসিরা কষ্ট থেকে মুক্তি পায়নি l আবেদন নিবেদন জোরালো হলেও ভ্রূক্ষেপ নেই কারো l দিন আসে দিন যায়, নেতা মন্ত্রীরা বদলেছে বহুবার l একাধিকবার বদলেছে রাজ্যের সরকারও, তবুও গ্রামবাসিরা দুর্ভোগ যন্ত্রনা থেকে মুক্তি পায়নি l

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি অঞ্চলের জ্ঞানকাটার বাড়ি, এলাকার এই নড়বড়ে বাসের সাঁকো যেন আস্ত মরণফাঁদ, এলাকাবাসিরা, পঞ্চায়েত প্রধান কে বহুবার জানিয়েছেন, সেই -মতো নেতারাও ঘটস্থল পরিদর্শনে এসে দেদার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের, কাজ কিছুই হয়নি l উল্টে এই বর্ষায় বাসের সাঁকো ভেঙেগিয়ে হয়রানি আরো বেড়েছে l

বাসিন্দাদের অভিযোগ, নেতামন্ত্রী এসে দেখে গিয়েছেন, গোটা এলাকা, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা, পাকা সেতু হলে বাসিন্দাদেই বেশ সুবিধে হয়, কিন্তু কবে হবে পাকা সেতু, এ ব্যাপারে, উঁচুলপুকুড়ি অঞ্চলের প্রধান কালিমোহন বর্মন জানান, বিষয়টি তার নজরে আছে, বর্ষা শেষ হলেই, স্থানীয় চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদএর পক্ষ থেকে পাকা সেতু তৈরী করে দেওয়া হবে l



Related posts

গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধারঃ খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

E Zero Point

একই দিনে নাবালিকাকে তিনবার ধর্ষণঃ জামালপুরে গ্রেপ্তার যুবক

E Zero Point

চিলেকোঠার ঘরে নাবালিকা পরিচারিকার দেহ, কেতুগ্রামে আটক ২

E Zero Point

মতামত দিন