জিরো পয়েন্ট নিউজ, হাওড়া, ২৬ সেপ্টেম্বর ২০২১:
আবারও বেআইনি গহনা পাচার রুখে দিলো হাওড়ার আর পি এফ কর্মীরা। হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ৯নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি প্রায় ৮নাগাদ এক যুবককে প্রায় ১১লক্ষ টাকার বেআইনি গহনা সমেত ধরলেন কর্তব্যরত আর পি এফ কর্মীরা। ধরা পড়ল নতূন দিল্লির সরিতা বিহারের বাসিন্দা অঙ্কিত সাহ(২৬)।
পূর্বাঞ্চলের একটি প্রধান প্রবেশদ্বার হাওড়া স্টেশন। সেই কারণে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারী ও হাওলাকারীরা বিভিন্ন সময়ে ব্যবহার করে আসছে। এদিন হাওড়া স্টেশনের ৯নম্বর প্ল্যাটফর্ম থেকে ০২৩৫১আপ রাজেন্দ্রনগর এক্সপ্রেস ট্রেন ধরতে হাওড়া এলে তাকে দেখে আর পি এফ কর্মীদের সন্দেহ হয়।
তাঁরা তাকে ডেকে জিজ্ঞাসা করলে সে পালাতে চেষ্টা করে। তাকে ধরে, তার পিঠে থাকা পিট্টু ব্যাগ তল্লাশি করলে প্রায় ১৮কিলোগ্রাম রূপার গহনা উদ্ধার হয় যার আনুমানিক মূল্য প্রায় ১১লক্ষ টাকা। সাথে থাকা এই বিপুল পরিমাণ গহনার সপক্ষে ধৃত যুবক কোন নথি দেখাতে না পারলে তাকে আটকে রেখে জি এস টি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক এদিন সে বিহারের পাটনায় যাবার জন্যে হাওড়ার বকুলতলা থেকে ট্রেন ধরতে হাওড়া স্টেশনে আসে।