জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ সেপ্টেম্বর ২০২১:
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের রসুলপুর উলাড়ায় সিপিআইএম পার্টি অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা ভারত কৃষক সভার ৮ম সম্মেলনের সূচনা হয়। কমরেড সফিক মন্ডল নগরে পার্টীর পতাকা উত্তোলন করেন প্রবীণ বাম নেতা ভবানী ব্যানার্জী। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন, বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক সমর হাজরা।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা নেতা দেবু রায়। ৬০ জন প্রতিনিধি হাজির ছিলেন এই সম্মেলনে। কমরেড পূর্ণ মাঝি মঞ্চে ছিলেন কৃষক নেতা জয়দেব ঘোষ, ফারাদ আলি মন্ডল, জয়দেব মুখার্জি প্রমুখ নেতৃবৃন্দ।
মেমারি-১ পশ্চিম ব্লক কমিটির উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।