18/04/2024 : 7:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিগত কয়েকদিনের বৃষ্টিতে মাথায় হাত মেমারির কৃষকদের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৬ নভেম্বর ২০২১:


এইসময় আমন ধান কাটার সময় আবার এই সময়েই নতুন আলু লাগানোর একটা তাড়াহুড়ো দেখা যায় চাষিদের মধ্যে। আমন ধান কেটে সেই জমিতে লাগানো হয় আলু ও বিভিন্ন রবি শস্য। অনেক চাষী ধান কেটেছে শুধু বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়াই মাড়াই করার অপেক্ষা, আবার কোনো চাষী কয়েকদিনের মধ্যে ধান কাটতে শুরু করবে। কোন কোন চাষী ধান কেটে আলুও লাগিয়ে ফেলেছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে সকলেরই মাথায় হাত।

এই অকাল বৃষ্টির কারণে যেমন না কাটা ধানের ক্ষতি তেমনি জমিতে পড়ে থাকা কাটা ধানেরও ক্ষতি, পাশাপাশি যেসব জমিতে আলু লাগানো হয়েছে সেই আলুর বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আবার যেসব জমিতে আলু এখনো লাগানো হয়নি সেই সব জমিতে বৃষ্টির জল জমে থাকার কারণে আলু লাগানো অনেক দেরি হয়ে যাবে বলে মনে করছে কৃষকেরা।


ফলে একদিকে যেমন ধানের চরম ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে তেমনি সময়ে আলুর না লাগাতে পারলে সঠিক দাম না পাওয়ায়ও একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে কৃষকদের। পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকার কৃষকরা তাই সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন করছে।


Related posts

গোষ্ঠীদ্বন্দ্ব মেমারিতেঃ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে সভাপতির অভিযোগ

E Zero Point

নভেম্বর থেকে হুগলি জেলায় ১০ টি বিধানসভায় তৃণমূলের জনসভা

E Zero Point

দীর্ঘদিনপর কালনায় পৌরসভার প্রশাসক নিযুক্ত

E Zero Point

মতামত দিন