28/04/2024 : 12:55 AM
অন্যান্য

চাষীভাইদের প্রতি মেমারি পাওয়ার হাউসের পক্ষ থেকে আবেদন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ৩০ নভেম্বর ২০২১:


বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্য়বহার যেমন বেড়েছে ঠিক তেমনই সমস্যাও। সম্প্রতি মেমারি-১ ব্লকের বিভিন্ন গ্রাম্য এলাকায় বিদ্যুৎ চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। স্বাভাবিক ভাবেই গ্রামবাসীদের ফোন আসছে মেমারি পাওয়ার হাউসে।

সোমবার শ্রীধরপুরের নলসারা দক্ষিন পাড়ার ফিডারে এক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এব্যপারে মেমারি পাওয়ার হাউস থেকে জিরো পয়েন্ট এর মাধ্যমে জনগনের উদ্দেশ্যে এক বার্তা দেওয়া হয়েছে।

পাওয়ার হাউসের এক আধিকারিক জানান যে, মাঠে মাঠে ধান ঝাড়ার জন্য যে হুদহুদ বা হার্ভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে, সেটা থেকে নির্গত খড়কুটো হাইটেনশন বিদ্যুৎবাহী তারে আটকে গিয়ে ব্রাকডো হচ্ছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।

তিনি চাষীভাই দের কাছে আবেদন করেন যে, ধান ঝাড়ার মেশিনের ব্যবহার হাইটেনশন তার থেকে নিরাপদ দূরে করার জন্য।


Related posts

গলসি থানার খানোয় ঈষানচন্ডী মন্দিরে পূজার আয়োজন

E Zero Point

৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, প্রধানমন্ত্রী সাতটি কথায় সাথ চাইলেন দেশবাসীর

E Zero Point

মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডে তৃণমূলের খাদ্য সামগ্রী বিতরণ

E Zero Point

মতামত দিন