19/04/2024 : 5:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আলু চাষে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২ ডিসেম্বর ২০২১:


মেমারি দু’নম্বর ব্লক এলাকায় আলু চাষে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ উঠল । পর্যাপ্ত সার ছাড়া চাষ সম্ভব নয় । সেই স্যারের ক্ষেত্রেই উঠে এলো কালোবাজারির অভিযোগ । অতিবৃষ্টি এবং শোষক পোকার কারণে ধানের ফলন অন্যান্যবারের তুলনায় কম হয়েছে । তাই ধান চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মেমারি দু’নম্বর ব্লক এলাকার কৃষকরা । ধান তোলার পর এবার শুরু হয়েছে আলু পাতার কাজ । তবে আবহাওয়া খারাপ থাকার কারণেই আলু পাতার কাজ অনেকটা পিছিয়ে গেছে ।

বিগত বছরের আলু চাষের ক্ষেত্রে ও লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের তাই পরপর দুবার কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আবারো আলু চাষের কাজ শুরু করেছেন মেমারি দু’নম্বর ব্লক এলাকার কৃষকরা । সেক্ষেত্রে সার কিনতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে তাদের । যোগান কম থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন কৃষকরা । এই অভিযোগের কথা শোনার পর পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি এবং সেচ কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে ।


Related posts

গাছ কাটতে বাধা, মারধর, চরম উত্তেজনা ভাতারে

E Zero Point

দীর্ঘদিনপর কালনায় পৌরসভার প্রশাসক নিযুক্ত

E Zero Point

মেমারির মাঠে ময়দানে লাল ঝান্ডার প্রচার মিছিল

E Zero Point

মতামত দিন