27/04/2024 : 10:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অসহায় বৃদ্ধার শেষকৃত্যে মেমারির আঁচল

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ২ ডিসেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মেমারি কলেজ গেটের পাশে এক অসহায় বৃদ্ধা থাকতেন। অসহায় বৃদ্ধার পেটের ক্ষুধা নিবারন করার মত সামর্থ্যও ছিল না, ছিলনা কোন থাকার মত ঘরও। মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা টিম আঁচল ওই বৃদ্ধার করুণ অবস্থার কথা জানার পরেই দীর্ঘ তিন বছর ধরে তাঁকে খাবার দিয়ে আসছে।
আগে তার থাকার মত ঘর না থাকলেও আঁচল এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বলে গত বছর একটি থাকার ঘরও করে দেয়া হয়। কিন্তু আজ থেকে সেই ঘরে থাকবে না বৃদ্ধা, টিম আঁচল কে দিতে হবে না আর তার খাবারও।

কারণ মঙ্গলবার রাতে ওই বৃদ্ধা ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। সেই সঙ্গে সমস্ত আঁচল হারালো তাদের প্রিয় দিদাকে। কারণ আঁচলের টিম সদস্য সদস্যারা বৃদ্ধাকে ভালোবেসে দিদা বলে ডাকতো।টিম আঁচলের সাথে নেই তার কোন রক্তের সম্পর্ক। তবু যেন আচঁলের সাথে ঐ বৃদ্ধা অঙ্গাআঙ্গিভাবে জড়িত।
তাই আঁচলের সদস্য-সদস্যাদের কাছে এই দুঃসংবাদ আসামাত্রই ছুটে যায় তারা।
তাদের প্রিয় দিদার অন্তিম কার্যে আর্থিক ভাবে সাহায্য করার পাশাপাশি তার শেষ যাত্রাতেও কাঁধ দেয় টিম আঁচলের সদস্যরা।

ভারাক্রান্ত মনে শোক স্তব্ধ হয়ে শ্মশানে দাঁড়িয়ে থাকে দিদার সৎকর্ম শেষ হওয়া পর্যন্ত। একদিকে দিদার নিথর দেহ আগুনের লেলিহান শিখায় পুড়ে দগ্ধ হচ্ছে অপরদিকে আঁচল টিমের সদস্যরা তাদের প্রিয় দিদার আত্মার শান্তি কামনা করছে।


Related posts

বহরমপুর ব্লকে – বেহাল রাস্তা নিশ্চুপ পঞ্চায়েত প্রশাসন

E Zero Point

গভীর রাতে পাঁচটি দোকান আগুনে ভষ্মীভূত

E Zero Point

মেমারিতে ৫ কিলো গাঁজা সহ গ্রেপ্তার ২

E Zero Point

মতামত দিন