29/03/2024 : 5:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

খণ্ডঘোষ সি ডি পি ও-তত্ত্বাবধানে আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২২ ডিসেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই সাব সেন্টারে ৫০জন অঙ্গনওয়ারি কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আলোচনার মূল বিষয়বস্তু ছিল পোশান ট্র্যাকার অ্যাপ ইন্সটলেশন এবং ফাংশনিং। বিশেষ বৈঠকটি করেন খণ্ডঘোষ সি ডি পি ও লালেশ শর্মা। সি ডি পি ও লালেশ শর্মা বলেন, খণ্ডঘোষ ব্লকের ১০ টি পঞ্চায়েত থেকে ৫ জন করে মোট ৫০ জন অঙ্গনওয়ারি কর্মী যারা ভালোভাবে অনলাইন ডাটা চালাতে পারেন তাদেরকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা করা হল। পোশান ট্র্যাকার অ্যাপের মাধ্যমে সরাসরি ব্লকে, জেলায় এবং রাজ্যে ড্যাস বোর্ডে দেখা যাবে। শিশুদের গ্রোথ মনিটরিং আরও ভালো হবে। আগামী দিনে হোম ভিজিট আরও বাড়ানো হবে উক্ত অ্যাপের মাধ্যমে। এদিন যারা প্রশিক্ষণ নিলেন তারা আগামী দিনে তাদের পঞ্চায়েতে অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দেবেন। তৎসহ প্রতিটি পঞ্চায়েতে অঙ্গনওয়ারি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে আগামী দিনে।

Related posts

জেনে নিন- কোন কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স চালু হলো

E Zero Point

লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী!!!

E Zero Point

দুয়ারে সরকার শিবিরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সম্মাননা জ্ঞাপন

E Zero Point

মতামত দিন