01/12/2022 : 7:48 PM
BREAKING NEWS
খেলা

বিনয় সরকার স্মৃতি ওপেন ক্যারাটে চ্যম্পিয়নশিপ বর্ধামনে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ জানুয়ারি ২০২২:


ইন্ডিয়ান স্পোর্টস সোতোকান ক্যারাটে এসোসিয়েশন এর পরিচালনায় “৩০তম বিনয় সরকার স্মৃতি ওপেন ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২২”  গত  ২রা জানুয়ারী, ২০২২ তারিখে বারাসাতের সুভাষ ময়দানে  সমস্ত কোভিড-বিধি পালন করে  সুষ্ঠভাবে আয়োজিত হল। এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৬৫০ জন প্রতিযোগী  অংশগ্রহণ করে।


বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমী এর টেকনিকাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে  এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে ২ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ২ টি পদক (২টি সোনা) জয়লাভ করে। পদক বিজেতারা হলেন

১. অয়ন্তিকা সাহা –  সোনা – ৬ বছরের মহিলা কাতা বিভাগ
২. শ্রেয়সী ঘোষ   – সোনা  – ১২ বছরের মহিলা কাতা বিভাগ

Related posts

অবশেষে বার্সায় থাকার ঘোষণা দিলেন মেসি

E Zero Point

আয়োজকদের ইচ্ছা দর্শক সমাগমেই শুরু হোক ইতালিয়ান ফুটবল লিগ

E Zero Point

জামালপুর যুব সংঘ ক্লাব এর ক্রিকেট খেলা করোনা বিধির কারণে বন্ধ

E Zero Point

মতামত দিন