জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১৪ জানুয়ারি ২০২২:
এবারও হার। দক্ষিণ আফ্রিকায় ২৯ বছরের টেস্ট সিরিজ জয়ের খরা কাটাতে পারল নাভারত। আজ ছিল কেপ টাউন টেস্টের চতুর্থ দিনের খেলায় এক দিন বাকি থাকতেই সিরিজ পকেটে দক্ষিন আফ্রিকা।
ব্যাটিং ব্যর্থতার জন্যই এই টেস্টে হারতে হল ভারতীয় দলকে। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। হতাশ করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত একটি সিরিজ খেলল দক্ষিণ আফ্রিকা, এবং তাতেই জয় পেল প্রোটিয়ারা। কেগান পিটারসেন পেলেন প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার।