জিরো পয়েন্ট নিউজ, কালনা, ১৬ জানুয়ারি ২০২২:
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার কালনার সদিচ্ছা ভলেন্টিয়ার্স অর্গানাইজেশের সদস্যরা। গত আজ ১৩ ই জানুয়ারি সংস্থার উদ্যোগে কালনা ষ্টেশনে ৫০ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধী কম্বল বিতরণ করা হয়। শুধুমাত্র কম্বল বিতররণই করোনা সংক্রমনের হাত থেকে বাঁচতে সকলকে মাস্কও দেওয়া হয়।