23/04/2024 : 3:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

টুরিস্ট ব্যবসায়ীদের জাতীয় সড়ক অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, হুগলি, ১৭ জানুয়ারি ২০২২:


টুরিস্ট স্পট খুলতে হবে,নাইট কার্ফু থেকে টুরিস্ট বাসকে বাস বাদ দিতে হবে,ব্যাঙ্কের ই এম আই আগামী ছয় মাস বন্ধ রাখতে হবে,ট্যাক্স ইনসুরেন্স এর সময় সীমা বাড়াতে হবে।এমন সব দাবী নিয়ে গুরাপের কংসারীপুর দূর্গাপুর রোড অবরোধ করল ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট বাস অ্যাসোসিয়েশন।


গত তিন বছর ধরে টুরিস্ট বাস ব্যবসার সঙ্গে যুক্তদের খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে।করোনা সংক্রমনের জেরে কখন পূর্ণ লকডাউন কখনো সরকারি বিধি নিষেধের ফলে ব্যবসা মার খেয়েছে।টুরিস্ট বাস মালিক,চালক,খালাসী,মেকানিক এমন অনেক মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত।করোনা সংক্রমন কমে পরিস্থিতি যখন প্রায় স্বাভাবিক হতে চলেছে সেই সময় আবার তৃতীয় ঢেউ সব ওলট পালট করে দেয়।

ওমিক্রনের বাড় বাড়ন্তের ফলে আবার সরকারি বিধি নিষেধ জারি করেছে সরকার।বন্ধ করে দেওয়া হয়েছ টুরিস্ট স্পট।বাস মালিকদের দাবী অবিলম্বে সর্ত সাপেক্ষে টুরিস্ট স্পট খুলতে হবে।না হলে বাস ব্যবসার সঙ্গে যুক্তদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে।


আজ গুরাপের কংসারীপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় চল্লিশ মিনিট অবরোধ চলার পর পুলিশ আশ্বাসে অবরোধ তুলে নেন সকলে।

Related posts

কৃষি বিল এর সমর্থনে ভাতারে বিজেপির মিছিল

E Zero Point

মেমারিতে বাইক দুর্ঘটনা গুরুতর আহত ১

E Zero Point

সাগর মেলায় চলছে করোনা সচেতনতা প্রচার তবু হুঁশ ফেরেনি পুণ্যার্থীদের

E Zero Point

মতামত দিন