09/12/2023 : 3:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ব্যাঙ্ক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে বৈঠক মেমারি থানায়

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৬ জানুয়ারি ২০২২:


শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমানের বিসি রোডে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে  প্রায় ১২ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করে উপস্থিত গ্রাহকদের নির্দিষ্ট জায়গায় বসতে বলে  মোবাইল ফোন গুলো কেড়ে নেয় ডাকাত দলের সদস্যরা এমনকি মারধোর করা হয় দুই একজন ব্যাংক কর্মীদের। ডাকাতের দল প্রায় ত্রিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত চলছে।

স্বাভাবিক ভাবে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। ডাকাতির ঘটনার পরেই জেলা পুলিশের নির্দেশ অনুযায়ী গোটা জেলার থানাগুলিতে এলাকার ব্যাঙ্ক ম্যানেজার ও পেট্রোল পাম্প ম্যানেজারদের সাথে বৈঠক করা হচ্ছে।

মঙ্গলবার মেমারি থানার অন্তর্গত সমস্ত সরকারী ও বেসরকারী ব্যাঙ্ক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়।  বৈঠকে ব্যাঙ্ক ও পেট্রোলপাম্পের সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সিকিউরিটি সিস্টেমের বিষয়ে পর্যালোচনা করা হয়। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্য আধিকারিকগণ।

Related posts

রাস্তা আর পানীয় জলের বন্দোবস্ত না হলে কোনও ভোট নয়

E Zero Point

ভ্যাকসিনের খোঁজ নিতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মী

E Zero Point

লকডাউনে পথ কুকুরদের পাশে ক্ষ্যাপা বাবার ক্ষ্যাপা ছেলে

E Zero Point

মতামত দিন