09/12/2023 : 1:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জাতীয় ভোটার দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ২৬ জানুয়ারি ২০২২:


বৃক্ষরোপনের মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালন করলো মেমারি-১ ব্লক।
২৫ জানুয়ারী জাতীয় ভোটার দিবস। ১২তম দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করলো মেমারি-১ ব্লক প্রশাসন।

২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে দিনটি পালিত হয়। এদিন সকালে ব্লকের সভাকক্ষে অনুষ্ঠানে নতুন ভোটারদের নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতাও হয়। ক্যুইজ পরিচালনা করেন ডি ই ও শুভেন্দু সাঁই।

এদিন অনুষ্ঠানের শুরুতেই সকলকে জাতীয় ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করান মেমারি-১ ব্লকের বিডিও ডা. আলি মহ: ওয়ালি উল্লাহ। তিনি দিনটি সম্পর্কে বক্তব্যও রাখেন। ব্লকের অনেক নতুন ভোটার, বি এল ও, সুপারভাইজার সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, ব্লক ইলেকশন ওসি তাপস কুমার ঘোষ, তুষার নন্দী, আসিফ ইকবাল প্রমুখ।

Related posts

ঘরে বসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালনা কলেজের বিএড বিভাগের

E Zero Point

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঃ আদিবাসী সম্প্রদায়ের র‍্যালি

E Zero Point

লড়াইটা শিক্ষক নিয়োগ দুর্নীতির কিন্তু বাঙালি মজেছে মিডিয়ার টিআরপি-তে

E Zero Point

মতামত দিন