19/04/2024 : 11:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রজাতন্ত্র দিবসে মেমারি হাসপাতালে ফল বিতরণ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৬ জানুয়ারি ২০২২:


আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। কোভিড পরিস্থিতিতে গত দু’ বছর ধরে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে কিছু কাঁটছাঁট করা হয়েছে।

সারাদেশে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভাতে বিধায়কের উদ্যোগে পালিত হল প্রজাতন্ত্র দিবস। কিন্তু একটু অন্যরকম ভাবে।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করার পাশাপাশি স্বাস্থ্য কর্মীরদের হাতে টিফিন তুলে দেয়া হয়।

উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক, মেমারি ১নং ব্লক তৃণমূল সহ-সভাপতি সন্দীপ পরামানিক, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ, শিক্ষক সংগঠনের নেতা জাহাঙ্গীর হোসেন, তৃণমূল কংগ্রেস কর্মী স্নেহাশীষ ঘোষ দস্তিদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

 

Related posts

ভ্যাকসিন কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে বিধায়ক

E Zero Point

পূর্বস্থলীর নজরুল মঞ্চে ফুটবল তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মুর্শিদাবাদে কর্মবিরতি রেখে স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন