29/11/2023 : 4:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সংবিধান রচয়িতার মূর্তিতে মাল্যদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৬ জানুয়ারি ২০২২:


আজ ২৬শে জানুয়ারি। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বর্তমানে কোভিড বিধি মেনে সারা দেশেই পালিত হচ্ছে এই মহান দিনটি।

সারা দেশের পাশাপাশি এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারির নুদিপুরে জাতীয় পতাকা উত্তোলন ও ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ অর্পন করে এই দিনটি পালন করে বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি।

উপস্থিত ছিলেন বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির সহ-সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবি তারক সাহা, কমিটির সদস্য মীর পারভেজ উদ্দিন সহ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Related posts

কাটোয়ায় কৃষাণ-কেডিট কার্ড প্রদান শিবির

E Zero Point

সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসবের উদ্বোধন মেমারিতে

E Zero Point

নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট

E Zero Point

মতামত দিন