04/10/2022 : 1:47 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৪ই মার্চ, ২০২২:


অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ।অঙ্ক পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন মন্তেশ্বর ব্লকের অন্তর্গত ভাগড়া হাই স্কুলে দুই ছাত্রী।

এরপরই তাদের স্কুল কর্তৃপক্ষ মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নিয়ে যান এবং ভর্তি করা হয় । বেশ কিছুক্ষণ পর সুস্থ হয়ে উঠলে মন্তেশ্বর ব্লক প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যকেন্দ্রের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন এবং পরীক্ষা দেয় দুই ছাত্রী নাসমিন খাতুন ও সুরজা খাতুন।

ভাগড়া হাই স্কুলে প্রধান শিক্ষক ইলিয়াস আলী শেখ জানান মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, দুই ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা হলে ঢুকেই। যদিও এরপর স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেয়ার কাজ সম্পূর্ণ করে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন দুই পরীক্ষার্থী।

Related posts

তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ওসি রাম সাহা

E Zero Point

শুভেন্দু অধিকারীর পদত্যাগ মালদায় কোন প্রভাব পড়বে নাঃ শুভময় বসু

E Zero Point

মুম্বইয়ের খুন যুবক, মুর্শিদাবাদে গ্রেফতার খুনি

E Zero Point

মতামত দিন