জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ মার্চ ২০২২:
রামপুরহাটের ঘটনার পর যে সমস্ত জায়গাগুলির উত্তেজনামূলক রেকর্ড রয়েছে সেই সমস্ত জায়গা গুলোতে চলছে রোডমার্চ । শুক্রবার বিকেলে মেমারি দু’নম্বর ব্লকের বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গদাইতলা বাজার থেকে শুরু হয় মার্চ । আর শুক্রবার রাতেই নৈশকালীন টহলদারিতে বেরিয়ে মেমারি নুদিপুর মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম রাজু দলুই। বাড়ি দেবীপুর ডিভিসি পাড়। শুক্রবার রাতে নুদীপুর মোড়ে জিটি রোডে সন্দেহজনক অবস্থায় ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।পুলিশের জিজ্ঞাসাবাদের পর তল্লাসি চালালে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শাটার রিভলবার)উদ্ধার হয়। শনিবার সকালে ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গগত বৃহস্পতিবারই রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন অভিযান চালিয়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করতে। তারপরই আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে মেমারিতে।