05/05/2025 : 9:52 PM
আমার বাংলাজীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

রোজা কোথা থেকে এলো?

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, সুরজ মন্ডল, ৩ এপ্রিল ২০২২:


রোজা বা উপবাস। ইসলাম তথা ইব্রাহিমী ধর্মসমূহের (Abrahamic religions) অবশ্য পালনীয় একটি ধর্মীয় আচার।
ইসলাম ধর্মের অনুসারীরা পবিত্র রমজান মাস রোজা বা উপবাস ব্রত পালন করে থাকেন। ইসলাম মতে এই ব্রত পূর্ববতী নবী রাসুলের জীবনচর্চার অঙ্গ হিসেবে দেখা হয়ে থাকে। মুসলিম ছাড়াও ইহুদি ধর্মাবলম্বী মানুষ ইমকিপুর ,পুরিম ইত্যাদি উৎসব পালন করে থাকেন মূলত এই উপবাস ব্রতের মাধ্যম।
সমগ্র ভারত উপমহাদেশে মুসলিম এবং ইহুদি নির্বিশেষে এই ধরণের ধর্মীয় আচার কে রোজা বলা হয়ে থাকে।
কিন্তু এই রোজা শব্দটি না রয়েছে ইসলামী শাস্ত্রে এবং না রয়েছে ইহুদি শাস্ত্রে।


“রোজা” শব্দটির মূলত ব্যবহৃত হয় আরবি শব্দ “সিয়াম” শব্দের প্রতিশব্দ হিসেবে।
রোজ শব্দের অর্থ প্রাত্যাহিক । এবং এই দীর্ঘদিন ধরে চলা ব্রতকে বোঝাতেই “রোজা” শব্দটির উৎপত্তি।
ভারতীয় উপমহাদেশে বহুকাল বিভিন্ন মুসলিম শাসন চলেছিল এবং তাঁদের পৃষ্ঠপোষকতায় ফারসি হয়ে উঠেছিল ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা তথা রাজভাষা।


মূলত সেই সূত্রেই ভারতীয় মুসলিম এবং ইহুদিদের মধ্যে এই ব্রত রোজা হিসেবে বহুল প্রচলিত হয়ে গেছে।
ঠিক একই ভাবে হিব্রু আমিদাহ এবং আরবি সালাহ শব্দটির পরিবর্তে নামাজ শব্দের প্রচলন ঘটে।
(চলবে…..)

Related posts

মঙ্গলকোটের চন্দ্রপুরে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

E Zero Point

মেমারি পালসিটে ভয়াবহ দুর্ঘটনাঃ যাত্রীবাহী বাস উল্টে গেল নায়ানজুলিতে

E Zero Point

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

E Zero Point

মতামত দিন