জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ মে ২০২২:
সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিটের কানাইডাঙ্গার কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। পুলিশ সূত্র জানা যায় যাত্রীবাহী বাসটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে করুণাময়ী থেকে বর্ধমান হয়ে আসানসোল যাবার পথে মেমরির ২নং জাতীয় সড়কের পালসিটের কানাইডাঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ফুট নিচে নায়ানজুলিতে পড়ে যায় বাসটি।
স্থানীয় সূত্রে জানা যায় বাস দুর্ঘটনায় প্রায় ৬-৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠিয়েছে।