24/09/2023 : 8:32 PM
আমার বাংলাজীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

রমজান নাকি রমদান ?

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, সুরজ মন্ডল, ৪ এপ্রিল ২০২২:


রমদান নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির অবস্থা রয়েছে । কেউ কেউ লেখে রমজান, আবার কেউ বলে রমদান। রমজান সঠিক নাকি রমদান তা নিয়ে প্রায়ই বিতর্ক হয়। আসলে রমদান একটি আরবি শব্দ। একই সঙ্গে রমজান হলো উর্দু। আরবের লোকেরা একে রমদান বলে, কারণ আরবীতে জাওয়াদ অক্ষরের স্বরবর্ণ হল ইংরেজিতে Z-এর পরিবর্তে DH-এর সম্মিলিত ধ্বনি। তাই একে রমদান বলা হয়।

আরও পড়ুন – প্রথম পর্বঃ রোজা কোথা থেকে এলো? https://ezeropoint.net/news/484122

রমজান কাকে বলে ?

মুসলিম হিজরী ক্যালেন্ডারে এই সম্প্রদায়ের পবিত্র মাস রমজান। নবী মুহাম্মদের মতে, যখন পবিত্র রমজান মাস শুরু হয়, তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাস একটি মহৎ কারণ। এতে মুসলমানদের রোজা রাখা ছাড়াও কোরআন তেলাওয়াতের পূর্ণ যোগ্যতা রয়েছে। বলা হয়ে থাকে যে, যত বেশি কুরআন পাঠ করবে, তত বেশি সওয়াব পাবে। বন্দীর গুনাহ তত মাফ হবে।

আপনি স্বর্গে যেতে পারেন। উপবাস ৩০ দিন এবং ২৯ দিনও হতে পারে। যাইহোক, এটি চাঁদের উপর নির্ভর করে যে এটি কখন দেখা যাবে। ঈদুল ফিতরের পরদিন ভোর রাতে চাঁদ দেখা যায়। এটাও বিশ্বাস করা হয় যে এই মাসেই মুসলিম ধর্মগ্রন্থ কুরআন পৃথিবীতে এসেছে।

Related posts

আকাশ পর্যবেক্ষন ও স্লাইড শো মেমারিতে

E Zero Point

মাঠভর্তি দর্শক নিয়ে গ্রামীন ফুটবল শুরু মন্তেশ্বরে

E Zero Point

তেরঙ্গা মাস্ক বানিয়ে নজর কাড়লো কালনার যুবক

E Zero Point

মতামত দিন