24/04/2024 : 9:08 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ কনকাঞ্জলি

সোমা দেবনাথ দাস


এক মুঠো চাল ছুঁড়ে দিলেই
মাতৃঋণ যদি শোধ হতো
তাহলে ঋণের বোঝা বাড়তো না এত।
দশ মাস দশ দিন গর্ভে রেখে
মা জন্ম দেয় যেই মেয়েকে
এক মুঠো চাল ছুঁড়ে দিলেই
ঋণ শোধ হয়ে যায়?
এ কুসংস্কার থেকে
মুক্ত হতে যে চাই।
আস্তে আস্তে তিলে তিলে
সকল কষ্ট দুঃখ সহ্য করে
বড় করে তোলা সেই মেয়ের বিদায় বেলা
আঁচল পেতে কনকাঞ্জলি নেওয়া
যায় নাকি এই কদর্য রীতিগুলো গা থেকে ঝেড়ে ফেলা?

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- ৯৩৭৫৪৩৫৮২৪
www.ezeropoint.net

Related posts

কবিতার ক্যালেন্ডারপ্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

মতামত দিন