জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ, ২৫ জুলাই ২০২২:
বহরমপুর থানার মালখানায় দুপুর ১২টা থেকে ১২.৩০ এর মধ্যে হঠাৎ জোরালো বিস্ফোরণ ঘটে। তাতে আহত হয় চার জন পুলিশকর্মী। তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
জানা যায় চার পুলিশ কর্মী থানার মালখানায় কাজ করছিলেন তখন হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। আহতদের পরিস্থিতি দেখতে হাসপাতালে পৌঁছান পুলিশ সুপার কে সবরি রাজকুমার।
বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার জানান ব্যাটারি বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান বারুদ থেকেও এই বিস্ফোরণ ঘটতে পারে আদতে কি থেকে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখতে ঘটনার স্থল পরিদর্শনে যান পুলিশ সুপার কে সবরি রাজকুমার।