06/05/2025 : 7:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রুরাল ডাক্তারদের সম্মেলন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৬ সেপ্টেম্বর ২০২২:


অল ইন্ডিয়া রুরাল ডক্টরস অ্যাসোসিয়েশন ট্রেড ইউনিয়নের হুগলি ও বর্ধমান জেলা কমিটির সম্মেলন আয়োজিত হলো মেমারিতে। গত ৪ সেপ্টেম্বর রবিবার মেমারি নতুন বাসষ্ট্যান্ডের কাছে কোলে বিল্ডিং-এ আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি ও বর্ধমান জেলার সংগঠক ডাক্তার কৃষাণু সিং, ডাক্তার মুজাফ্ফর হোসেন. ডাক্তার সবুর আলি মোল্লা সহ অন্যান্য গ্রাম্য চিকৎসকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে,  করোনার সময় প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে তারা মানুষের চিকিৎসার জন্য ছুটে বেড়িয়েছেন। সাধারণ মানুষের জন্য সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন। এব্যপারে সংশ্লিষ্ট দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছে।

Related posts

অনাথ ও বৃদ্ধাশ্রমে শিশু দিবস পালন পূর্বস্থলীতে

E Zero Point

তারাপীঠ যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা

E Zero Point

শালবনীতে এনআইএ তদন্ত চালাবে, জানালো হাইকোর্ট  

E Zero Point

মতামত দিন