28/04/2024 : 8:03 PM
আমার দেশ

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা, “ভারত জোড়ো যাত্রা”-র সূচনা

জিরো পয়েন্ট নিউজ৮ সেপ্টেম্বর ২০২২:


দেশের নাগরিক সমাজের একাধিক সংগঠন এবং বুদ্ধিজীবীদের সমর্থিত কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫০০ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক পদযাত্রা, “ভারত জোড়ো যাত্রা”-র সূচনা হলো । বুধবার দুপুর আড়াইটের সময় কন্যাকুমারী রেলস্টেশনে ৫ শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া সংগঠনগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিভিন্ন ভাষায় পাঠ করে। *যোগেন্দ্র যাদব, পি ভি রাজগোপাল, গণেশ দেবী এবং এস.পি উদয় কুমার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। সমাবেশের পরে, তেরঙা পতাকা হাতে নিয়ে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ও সমাজকর্মীরা রেলস্টেশন থেকে গান্ধি মণ্ডপম্ পর্যন্ত পদযাত্রায় হাঁটেন।

বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ও সমাজকর্মীদের সঙ্গে যোগ দেন রাহুল গান্ধি-সহ কংগ্রেস নেতারা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গান্ধি মণ্ডপমে প্রার্থনা অনুষ্ঠিত হয়। খাদির তৈরি একটি ‘সিড ব্যান্ড’ (‘seed band’) রাহুল গান্ধির কব্জিতে বাঁধা হয়, যা এরপরে ‘ভারত জোড়ো’ পদযাত্রার সকল যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। ভারতীয় সংবিধানের অনুলিপি এবং মহাত্মা গান্ধি ও বাবাসাহেব আম্বেদকরের ছবি সম্বলিত একটি কাঠের বাক্স স্মারক হিসাবে রাহুল গান্ধির হাতে তুলে দেওয়া হয়।

Related posts

আত্মনির্ভর ভারত প্যাকেজের বাস্তবায়নের বিষয়ে অর্থ ও কর্পোরেট মন্ত্রকের পর্যালোচনা

E Zero Point

নিম্ন মধ্যবিত্তদের শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে

E Zero Point

পোষণ মাস উদযাপন উপলক্ষে আয়ুষ ভিত্তিক পুষ্টির বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে

E Zero Point

মতামত দিন