25/04/2024 : 6:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জন্মদিনে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১১ সেপ্টেম্বর ২০২২:


স্বেচ্ছাসেবী সংস্থা সদিচ্ছা ফাউন্ডেশনের সভাপতির জন্মদিনে রক্তদান শিবির করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্য এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেল্প পরিবার’। সদিচ্ছা ফাউন্ডেশনের সভাপতি জাহির মন্ডলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবির কার্যত উৎসবে পরিণত হয়। রবিবার দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় অঞ্চলের গুইড় কে এন হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে।

এদিন রক্তদান শিবিরের পাশাপাশি সবুজায়নের লক্ষে প্রত্যেক রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে ফলের গাছের চারা তুলে দেওয়া হয়। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান কেমরি ব্লাড ব্যাংকের হাতে। রবিবার মহৎই রক্তদান শিবির উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বেড়া, গুইড় কে এন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ডাক্তার মুজাফ্ফর আহম্মেদ, সম্পাদক আকবর আলী মন্ডল, কৈয়ড় অঞ্চলের উপপ্রধান শাজাহান মন্ডল সহ দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা এবং সদস্যরা।

Related posts

ছ’মাস পঞ্চায়েত প্রধান এলাকা ছাড়া: উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতে স্তব্ধ উন্নয়নের কাজ

E Zero Point

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার রক্তদান শিবির

E Zero Point

কুড়ি কেজি দুধে স্নান তৃণমূল কর্মীর!!!

E Zero Point

মতামত দিন