28/04/2024 : 5:31 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ রায়, কোচবিহার, ১৪ সেপ্টেম্বর ২০২২:


গত ১২ ও ১৩ সেপ্টেম্বরে নিরাপত্তার কাজকর্ম খতিয়ে দেখার জন্য আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের বিশেষ মহাপরিচালক রাজবিন্দর সিং ভাট্টি, বর্ডার সিকিউরিটি ফোর্স সহ  অজয় ​​সিং, ইন্সপেক্টর জেনারেল, উত্তরবঙ্গ সীমান্ত, কোচবিহার জেলার সেক্টর সদর দফতর, পশ্চিমবঙ্গ, ভারত , বাংলাদেশ, জলপাইগুড়ি।

এদিন বিশেষ পরিদর্শনকালে বিশেষ মহাপরিচালক সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সীমান্তে নজরদারি বজায় রাখায় সন্তোষ প্রকাশ করে তিনি অফিসার ও জওয়ানদের আজকের পরিবর্তিত বৈশ্বিক পরিবেশ অনুযায়ী আরও সতর্ক থাকার নির্দেশ দেন।

সেক্টর হেডকোয়ার্টার জলপাইগুড়ির অধীনে কাজ করা জাহাজগুলির সীমান্ত এলাকা পরিদর্শন করার পর, বিশেষ মহাপরিচালক হেলিকপ্টারে সীমান্ত সদর দফতর বর্ডার সিকিউরিটি ফোর্সের কদমতলার উদ্দেশ্যে রওনা হন।

Related posts

দিন মজুরের কাজ করে কাটোয়ার মিনা টুডুর ৮৪% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ

E Zero Point

বৃষ্টির আতঙ্কে ভিজে ধান কম দামে বিক্রি করত বাধ্য হচ্ছে চাষীরা

E Zero Point

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

E Zero Point

মতামত দিন