06/05/2024 : 8:36 PM
আমার বাংলাবাঁকুড়া

বৃষ্টির আতঙ্কে ভিজে ধান কম দামে বিক্রি করত বাধ্য হচ্ছে চাষীরা

জিরো পয়েন্ট নিউজ – দেবজিৎ দত্ত, বাঁকুড়া, ৫ মে ২০২৩:


বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, বড়গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্করিণী, করিশুন্ডা, দশরথবাটি শান্ত আশ্রম ইন্দাস আকুই বেতালন পরীক্ষা পাড়া বোড়া রোল সহ ইন্দাস ব্লক এ র অন্যান্য এলাকায় এবার বোরো ধানের ব্যপক ফলন দেখা গেছে। স্বাভাবিক কারণেই খুবই খুশি ছিলেন বোরো চাষীরা কিন্তু ঠিক ধান ঘরে তোলার মুখেই প্রায় প্রতিদিন বৃষ্টিতে নাজেহাল চাষিরা এই অবস্থায় পাকা ধান জলে ভিজে যাওয়ায় শুকনোর জায়গা নেই।কেউ কেউ জমিতে,বাড়ির ছাদে ও রাস্তায় ধান শুকোচ্ছে। ধান শুকনোর সময়ে আচমকা বৃষ্টি নেমে মাঝেমধ্যেই ভিজিয়ে দিয়ে যাচ্ছে কিছুটা শুকিয়ে যা ধান । এরফলে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে।


এরকম এক অদ্ভুত পরিস্থিতি চাপে পড়ে বহু চাষী ভিজে ধান কম দামে আজ শুক্রবার সকাল থেকে আড়তে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে আর এরকমই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বড়গোবিন্দপুর গ্রামে।বড় গোবিন্দপুর গ্রামের এক ধান চাষী বলেন, ভিজে ধান বাধ্য হয়ে বিক্রি করছি কারণ রোজ রোজ বৃষ্টির ফলে ধান শুকোচ্ছে না তাছাড়া ধান শুকানোর মতো পর্যাপ্ত সূর্যালোক এবং জায়গা পাওয়া যাচ্ছে না। তাই একরকম ক্ষতি করেই বিক্রি দিতে হচ্ছে।

Related posts

মেমারি রেল ষ্টেশনে হকারস ইউনিয়নের শহীদ স্মরণ

E Zero Point

আজও বাল্যবিবাহের সংখ্যার ক্ষেত্রে রাজ্য তৃতীয় স্থানেঃ অশোকনগরে বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন

E Zero Point

বর্ধমানে ৫০০ জন আশাকর্মীর বিক্ষোভ

E Zero Point

মতামত দিন