24/09/2023 : 8:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

উদ্বোধনের আগেই লরির ধাক্কায় ভেঙে গেল পুজোর গেট মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৯ সেপ্টেম্বর ২০২২:


বৃহস্পতিবার সকালে মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের চেকপোষ্টের কাছে পুজো প্যান্ডেলের গেট ভেঙে গেল লরির ধাক্কায়। জানা যায় মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্ণারের দুর্গাপুজোর মন্ডপের কাছে রাস্তার উপর একটি বিজ্ঞাপনী গেটের ভিতর দিয়ে ট্রাক্টরবহনকারী পণ্যবাহী লরির ধাক্কায় গেটটি ভেঙে পরে যায়। যদিও দিনের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় কোন পথচারী আহত হয়নি।

উদ্যোক্তাদের পক্ষ থেকে রণজিৎ বাগ জানান, পুজোর সময় শহরের রাস্তায় পণ্যবাহী লরির প্রবেশ নিষিদ্ধ হওয়া দরকার। লরিটি ঢোকার সময় কমিটির লোকেরা তাকে সাবধান করে দিয়েছিল আস্তে চালানোর জন্য কিন্তু বেপড়োয়াভাবে গাড়ি চালিয়ে গেটে ধাক্কা মারে। ক্লাব কমিটির সকলের উপস্থিতিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল।

জানা যায় ক্লাবের পুজোর উদ্বোধন আজ কিছুক্ষণ পর হবে। শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে।  তার আগে এই দুর্ঘটনা আতঙ্কিত পথচারীরা। এই ঘটনায় ব্যপক যানজট তৈরি হয়।

 

Related posts

বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ বর্ধমানে

E Zero Point

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী জামাই

E Zero Point

লকডাউন পর্ব কাটিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো “নন্দন”-প্রাঙ্গণ

E Zero Point

মতামত দিন