29/11/2023 : 5:05 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,৭ অক্টোবর ২০২২:


অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকার ঘটনা। বাড়ির ভেতর থেকে শুক্রবার সকালে পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।

এরপর মৃতদেহ নিয়ে আস হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসা করা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম সুশান্ত ঘোষ। তবে কি কারনে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি।


Related posts

নিম্নচাপের অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন মন্তেশ্বর

E Zero Point

নানা অজুহাতে রাস্তায় মানুষঃ ছবিতে দেখুন লকডাউনে কঠোর মেমারি থানার পুলিশ

E Zero Point

মনীশ খুনে রাজ্যের রিপোর্ট  তলব  হাইকোর্টের 

E Zero Point

মতামত দিন