26/04/2024 : 11:32 PM
আমার দেশ

জেল হেফাজতে থাকা  সায়গল কে ইডির  জেরা করা নিয়ে আজ দিল্লি হাইকোর্টে শুনানি 

জিরো পয়েন্ট নিউজ-মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ১৯ অক্টোবর ২০২২:


আজ অর্থাৎ বুধবার গরু পাচার মামলায় জেল হেফাজতে থাকা সায়গল হোসেনের দিল্লিতে ইডির জেরা করার পিটিশনের শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। সাময়িক স্বস্তি পেলেন  গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেন। সায়গল কে  দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নিম্ন আদালতের  নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। গত সোমবার দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট ইডির  আবেদনে সাড়া দিয়ে নির্দেশ দিয়েছিল, -‘ সায়গলকে এ বার দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি’। গত সোমবার দিল্লির এক নিম্ন আদালত অনুব্রতের  দেহরক্ষী সায়গল হোসেনকে এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা  ইডি কে । অনুব্রত সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সায়গলের কাছে রয়েছে বলে দাবি ইডির।

সেই সায়গলকেই দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিল দিল্লির এক নিম্ন  আদালত। গত সোমবার  দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছিল ইডি।উল্লেখ্য , গরুপাচার  মামলাতে অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছিল দিল্লি হাইকোর্টেও। ইডিই ওই মামলা করেছিল। পাশাপাশি, আরও একটি মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টে সায়গল হোসেন কে দিল্লি নিয়ে যাওয়া অনুমতি চাইলে ইডিকে আদালত বলেছিল, -‘ দিল্লিতে নিয়ে গিয়ে সায়গলকে জেরা করার প্রয়োজন কি? ইডির আইনজীবী পাল্টা যুক্তি দিয়েছিলেন, -‘ এই মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে।

এর পরই বিচারপতি জানিয়ে দেন, -‘ দিল্লি হাইকোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে’। সেই অনুমতিই মিলেছিল গত সোমবার।গরুপাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রতের দেহরক্ষী সায়গলকে গত ৭ অক্টোবর আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা টানা  জেরা করেছিলেন। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এর পরই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি উঠেছিল ।কলকাতা হাইকোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শুনানি চলেছিল।

তবে সায়গল  হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর গত সোমবার দিল্লির এক নিম্ন আদালত সায়গল হোসেন কে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিল।এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আপিল পিটিশন দাখিল করে থাকে সায়গলের আইনজীবী। দিল্লি হাইকোর্ট এদিন নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে থাকে। আজ অর্থাৎ বুধবার দিল্লি হাইকোর্টে আপিল পিটিশন টির শুনানি রয়েছে।

Related posts

জেনে নিন কারা কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাস জনিত রোগের চিকিৎসার জন্য ওষুধ সরবরাহ করছেন

E Zero Point

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ক্রীড়া পুরস্কার ২০২১ঃ কি ভাবে মনোনয়ন জমা দেবেন জেনে নিন

E Zero Point

প্রধানমন্ত্রী আইপিএস প্রবেশনারদের সঙ্গে মত-বিনিময় করবেন

E Zero Point

মতামত দিন