01/10/2023 : 12:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দাদার হাতে ভাইয়ের মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ–অনন্যাসাঁতরা পাল ও মৃত্যুঞ্জয় যশ, মেমারি ১০ নভেম্বর ২০২২:


মর্মান্তিক ঘটনা ঘটে গেল মেমারি থানার অন্তর্গত বোহার এলাকায়। বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য বোহার এলাকা। পরিবার সূত্রে জানা যায় বুধবার রাত ১২ টা নাগাদ বোহারের বাসিন্দার জগাই প্রামাণিক মদ্যপ অবস্থায় চড়াও হয় তার মা বাবার ওপর । তখন ছোট ভাই মাধাই প্রামাণিক তাকে আটকাতে গেলে তার মাথায় মুগুর দিয়ে আঘাত করে বড় ভাই জগাই প্রামাণিক ।

ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ছোট ভাই মাধায় । পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । রাতেই মৃতকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় । বৃহস্পতিবার সকালে মাধাই প্রামাণিকের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায় ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোহার এলাকায় । বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চপদস্থ কর্তারা । জানা যায় জগাই প্রামাণিককে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি আটক করে মেমারি থানায় পাঠিয়েছে।


Related posts

মঙ্গলকোট বিধানসভার প্রার্থী অপূর্ব চৌধুরী ভোটের প্রচার করলেন ঝিলু গ্রামে

E Zero Point

মর্মান্তিক দুর্ঘটনা গুসকরায়

E Zero Point

ডাম্পারের পিছনে বাসের ধাক্কা মঙ্গলকোটে, আহত বেশ কয়েকজন

E Zero Point

মতামত দিন