27/04/2024 : 12:03 PM
বিনোদন

বলিউড থেকে দূরে নিজেদের কেরিয়ার অন্যভাবে গড়েছেন এই স্টারকিডরা

জিরো পয়েন্ট নিউজ১৭ নভেম্বর ২০২২


তবে বলিউড মানেই গ্ল্যামার জগতের হাতছানি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সর্বদা লাইমলাইটে থাকার আলাদাই চাপ। এই বলিউড তারকাদের সন্তানদের একাংশ আবার নিজেদের এই লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। এইসব স্টারকিডরা নিজেদের কেরিয়ার অন্যরকমভাবে শুরু করেছেন। আসুন দেখে নেওয়া যাক সেইসব স্টারকিডদের।

আরিয়ান খান
বলিউড বাদশা শাহরুখ খানে জৈষ্ঠ্য পুত্র আরিয়ান খান এবং অনেকেই অপেক্ষা করছেন কবে আরিয়ান বলিউডে তাঁর ডেবিউ করবেন।

তবে তিনি নিজেকে চিত্রনাট্যকর হিসাবে দেখতে চান। শোনা গিয়েছে যে আরিয়ান করণ জোহরের দু’‌টি সিনেমায় অভিনয় করার প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন।

আরহান খান

আরবাজ খান ও মালাইকা অরোরার একমাত্র সন্তান আরহানের ওপর খান অভিনেতাদের উত্তরসূরী হওয়ার চাপই শুধু নেই, অভিনেতা হওয়ার চাপও রয়েছে। যদিও আরহান এখন যেটা করতে চাইছেন সেটাই করছেন।কিন্তু তিনি অন্য কিছুতে নিজের ফোকাস রাখতে চান। তিনি বর্তমানে বিবাহিত এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার।
আলান্না পাণ্ডে
অনন্যা পাণ্ডের জ্ঞাতি বোন আলান্না পাণ্ডে কোনও বলিউড ডিভার চেয়ে কম কিছু নন।কিন্তু তিনি অন্য কিছুতে নিজের ফোকাস রাখতে চান। তিনি বর্তমানে বিবাহিত এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার।
শাহিন ভাট

অভিনেত্রী আলিয়া ভাটের দিদি শাহিন ভাট বোনের মতো অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নেননি ।

অন্য কেরিয়ারকে বেছে নিয়েছেন এবং সেখানে তিনি খুব সফল।

আলিয়া কাশ্যপ
পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়া ডিভা হওয়া সত্ত্বেও তিনি অভিনয়কে পেশা করেননি।

পরিচালকের কাজও করবেন বলে কোনওদিন মনোস্থির করেননি।

কৃষ্ণা শ্রফ
যে কোনও অভিনেত্রীকে মাত দিতে পারে। কিন্তু কৃষ্ণার পছন্দ ফিটনেস এবং তিনি তাঁর পছন্দ মতো নিজের ব্যবসাও শুরু করেছেন।
অভিনেতা টাইগার শ্রফের বোন ও জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের দিকে বলিউডের সকলের নডর রয়েছে।

নব্যা নাভেলি নন্দা
দাদু অমিতাভ বচ্চনের মতো অভিনয়কে নিজের পেশা করেননি নব্যা নাভেলি নন্দা।তাঁর বাবার মতোব্যবসায় মনোযোগ দিয়েছে তিনি।আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য মা শ্বেতা নন্দা মেয়ের ওপর গর্ব বোধ করেন।

Related posts

ছোট পোশাকে ব্যায়াম করায় অভিনেত্রীকে হেনস্তা

E Zero Point

পাওলি দাম এবার হিন্দি সিনেমায়

E Zero Point

আন্তর্জাতিক সম্মান এনে দিল বাংলা ছবি ‘খুর’

E Zero Point

মতামত দিন