01/10/2023 : 1:10 AM
আমার বাংলা

পূর্ব বর্ধমানে ডাকাতির আগেই পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ডাকাত

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২২ নভেম্বর ২০২২:


মঙ্গলকোটের খুদরুন দিঘী এলাকায় ডাকাতির আগেই পুলিশের জালে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার দুই ডাকাত। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খুদরুন দিঘী এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত জরো হয়েছে খবর আসে পুলিশের কাছে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে মঙ্গলকোট থানার পুলিশ ওই জায়গায় হানা দেয়। হাতেনাতে ধরে ফেলে দুই ডাকাতকে তাদের নাম রহিম শেখ ও খোকন শেখ তাদের বাড়ি মঙ্গলকোটের চাকুলিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতদেরকাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি ও ডাকাতির নানান সরঞ্জাম উদ্ধার করে। ধৃত ২ ডাকাতকে সোমবার সুনির্দিষ্ট ধারা রুজু করে বিচার বিভাগীয় তদন্তের জন্য কাটোয়া আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

 


Related posts

মন্তেশ্বর ব্লকের ৮টি উপস্বাস্থ্য কেন্দ্রর উদ্বোধন

E Zero Point

নবান্ন অভিযানের সমর্থনে বাইক মিছিল মেমারিতে

E Zero Point

অক্টোবরে প্রথম সপ্তাহেই অনলাইনে পরীক্ষা

E Zero Point

মতামত দিন