28/04/2024 : 10:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে প্রকাশ্য আলোচনা সভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৬ ডিসেম্বর ২০২২:


১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার কালো স্মৃতির কথা মাথায় রেখে এবং বর্তমানে দেশব্যাপী যেভাবে আরএসএস-বিজেপি-সহ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক অপশক্তি ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য মঙ্গলবার বিকাল চারটে নাগাদ সিপিআইএম মেমারি ১ পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এক প্রকাশ্য আলোচনা সভার আয়োজিত হয় মেমারিতে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুকৃতি ঘোষাল। তিনি তার বক্তব্যে বলেন ৬ ডিসেম্বর ১৯৯২ ভারতের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাবরি মসজিদ সেদিন ভেঙে ফেলা হয়েছিল। যার নেপথ্যে ছিল আরএসএস ও বিজেপি নেতারা। সেই কলঙ্ককময় ইতিহাস তুলে ধরেন তিনি। প্রকাশ্য আলোচনা সভাতে সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার, উপস্থিত ছিলেন বাম নেতা সনৎ ব্যানার্জী।

Related posts

মন্তেশ্বর ব্লক প্রাথামিক হাসপাতালের এন এইচ এম কর্মীদের বিক্ষোভ

E Zero Point

বর্ধমান হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকদের মানবিক মুখ

E Zero Point

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন