05/12/2023 : 8:41 PM
আমার বাংলা

কান্দিতে হনুমান পূজার নিরঞ্জনে বিশাল শোভাযাত্রা

জিরো পয়েন্ট নিউজ–রক্তিম সিদ্ধান্ত, কান্দি,২২ ডিসেম্বর ২০২২:


মুর্শিদাবাদ জেলার কান্দির মোল্লা পাড়া হনুমান পূজার নিরঞ্জনের বিশাল শোভাযাত্রা। গত মঙ্গলবার মোল্লা পাড়া হনুমান পূজা কমিটির উদ্যোগে হনুমান পূজার আয়োজন করা হয়েছিল, ধর্মীয় রীতি মেনে হুনুমান পূজা এবং এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রবিবার বিশাল শোভাযাত্রার মাধ্যমে হনুমান ঠাকুর নিরঞ্জন করা হল।

হুণুমান ঠাকুর নিরঞ্জনে বিভিন্ন হরিনাম সঙ্কৃতন সম্প্রদায় অংশ নেবার পাশাপাশি নানান বাদ্য যন্ত্র সহকারে এই হনুমান ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রার আয়োজন করা হল, রবিবার এই হনুমান পূজা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে সাধারণ ভক্তবৃন্দের ঢল নেমেছিল কান্দির রাজপথে।

Related posts

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

আশা ও আলো ফাউন্ডেশনের ফ্রী হেলথ চেক আপ ক্যাম্প

E Zero Point

তৃণমূলের উপপ্রধানের শাস্তির দাবিতে বিজেপির পথ অবরোধ কালনায়

E Zero Point

মতামত দিন