06/05/2025 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাঢ় বাংলা কবিতা উৎসব মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ এপ্রিল ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ‍্যালয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে রবিবার সারাদিন ব‍্যাপী অনুষ্ঠিত হল পঞ্চদশ বর্ষ রাঢ় বাংলা কবিতা উৎসব – ২০২৩। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত‍্যিক রত্না রশীদ বন্দ‍্যোপাধ‍্যায়।

অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর শুরু হয় কবিতা পাঠের আসর। পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১২০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

এছাড়া বর্ধমানের বিশিষ্ট সাহিত‍্যিক তথা কবি সনৎ ভট্টাচার্য্য, মেমারির বিশিষ্ট চিকিৎসক ও সাহিত‍্যিক অভয় সামন্ত, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেমারির দুই নৃত‍্য শিল্পী অরুণিমা ভট্টাচার্য ও জয়ন্তী মোদক দত্ত কে জীবন কৃতী সম্মান প্রদানের মধ‍্য দিয়ে সংবর্ধিত করা হয়।

 

Related posts

সুজাপুর বিস্ফোরণঃ দিনভর চলল রাজনীতি

E Zero Point

বোনকে মেরে মাথা ফাটানোর অভিযোগে মেমারি থেকে গ্রেফতার দাদা

E Zero Point

দেখে নিন মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতিদের নামের তালিকা

E Zero Point

মতামত দিন