28/04/2024 : 3:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেহত্যাগ করলেন বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ এপ্রিল ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, বিজ্ঞান মনস্ক মহিলা, সা়ংকৃতিক আন্দোলনের কর্মী ও বিজ্ঞান মঞ্চের সদস্যা নমিতা সেনগুপ্ত ( ৭৮) শনিবার রাতে ১০ টা নাগাদ প্রয়াত হয়েছেন। জানা যায় তিনি পদার্থ বিজ্ঞান এর শিক্ষিকা ছিলেন। শুধু পড়াশোনায় অনবদ্য ছিলেন এমন নয়, খেলা ধূলা সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছিলেন নমিতা সেনগুপ্ত।


মৃত্যু সংবাদ শুনেই শনিবার রাতে ওনার বাড়িতে যান গণআন্দোলনের নেতা সুকান্ত কোনার,সনৎ ব্যানার্জি, ভবানী ব্যানার্জি, আনন্দ ফুলিয়া, শেখ সাজিদ সহ অনেকেই। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিত বিশ্বাস। উপস্থিত ছিলেন ওনার ভাই চিকিৎসক অধ্যাপক ডক্টর সমীর হাজরা।


রবিবার সকালে বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়এলাকায় শেষ শ্রদ্ধা জানানোর পর একটি শোকযাত্রায় পা মেলান এলাকার অজস্রগুণমুগ্ধ মানুষেরা। জানা যায় চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে নমিতা সেনগুপ্তের ইচ্ছানুসারে তার মরদেহটি বর্ধমান মেডিকেল কলেজে দেহ দান করা হবে।

Related posts

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মেমারিতে ডিভিসিতে তলিয়ে মৃত্যুঃ দুই বন্ধু গ্রেপ্তার

E Zero Point

জনদরদী নেতা সুপ্রিয় সামন্ত করোনা আক্রান্ত, দ্রুত আরোগ্য প্রার্থণায় সমগ্র মেমারিবাসী

E Zero Point

মতামত দিন