22/05/2024 : 3:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপির প্রতিবাদ সভা মেমারি সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৬ এপ্রিল ২০২৩:


দক্ষিণ দিনাজপুর তপন বিধানসভায় আদিবাসী মা বোনেরা বিজেপিতে যোগদান করেছিলেন। সেই যোগদানের শাস্তি স্বরূপ তাদেরকে দিয়ে তৃণমূলীরা দণ্ডবৎ পরিক্রমা করিয়ে আদিবাসী সমাজকে আরো একবার অপমানিত করেছেন এই ঘটনার কারণেই প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়ায়।


পাশাপাশি ১০০ দিনের ভুয়ো জব কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাক্ষেত্রে তৃণমূলের শাসিত রাজ্য সরকারের দুর্নীতি সহ বিভিন্ন দাবিতে ভারতীয় জনতা পার্টি মেমারি দু’নম্বর ব্লক কমিটির উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া সমবায় পার্শ্ববর্তী ময়দান থেকে মিছিল শুরু করে মেমারি মালডাঙ্গা ও বর্ধমান কানলা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় প্রতিবাদ সভা করেন।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক, বর্ধমান কাটোয়া জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান কাটোয়া মহিলা মোর্চার সভানেত্রী দিপালী দাস, ৫ নম্বর মন্ডল সভাপতি তাপস পাল, ব্লক কনভেনার পিন্টু ভান্ডারী, পঞ্চায়েত সদস্য লালমোহন মুর্মু, সহ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related posts

প্রীতি ফুটবল ম্যাচে মোহামেডান ও মোহনবাগান ফ্যান ক্লাব একে অপরের মুখোমুখি মন্তেশ্বরে

E Zero Point

বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা

E Zero Point

১০ দফা দাবি নিয়ে বামেদের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন