29/03/2024 : 8:01 PM
আমার বাংলাজামালপুরপূর্ব বর্ধমান

জামালপুর ব্লকের মহিলা সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

আহাম্মদ মির্জা, জামালপুর, ১০জুনঃ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের উপর ফিয়ে বয়ে গেছে আমফান। বিশেষ করে কলকাতা ও দুই চব্বিশ পরগনাকে প্রায় শেষ করে দিয়ে গেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল জনসাধারণকে তাঁর ত্রান তহবিলে দান করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এলেন পূর্ব বর্ধমানের জামালপুরের ১৩ টি অঞ্চলের মহিলা সংঘের মহিলারা। তারা ৪০০০ টাকা করে মোট ৫২০০০ হাজার টাকার চেক তুলে দেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খানের হাতে। নেত্রী ঝর্ণা বেগম শেখ জানান তারা তাদের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই তারা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন জানান গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে ব্লকের গোষ্ঠীর মহিলারা সরকারের পাশে দাঁড়ানোর জন্য। বি ডি ও শুভঙ্কর মজুমদারও গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান। আমফান পরিস্থিতিতে জামালপুর ব্লকের তারাই প্রথম মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন।

Related posts

বিপর্যস্ত আলু চাষ ও ফসলের ক্ষতির আশঙ্কা-আতঙ্কে চাষীরা

E Zero Point

মেমারি-মন্তেশ্বরের করোনা আক্রান্তের পাশে রেড ভলেন্টিয়ার

E Zero Point

বিজেপির গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন