02/05/2024 : 4:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্রী :সবুজের অভিযানের বৃক্ষরোপন কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৭ জুলাই ২০২৩:


রুশা মানবী- র প্রাচীর বেষ্টিত জমিতে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী :সবুজের অভিযানের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হলো। সবুজ লাগাও সবুজ বাঁচাও,  এই শুধু নয় স্লোগানে। সবুজ নিয়ে আমরা হাজির, শ্রী সবুজের অভিযান।

বর্ধমানের সরাইটিকরে প্রাচীর দিয়ে ঘেরা একযোগে দুটি জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হলো স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী :সবুজের অভিযানের উদ্যোগে | সরাইটিকর এলাকার বাসিন্দা রুশা মানবী- র পাঁচিল দিয়ে ঘেরা জমিতে  ৬ই জুলাই বৃহস্পতিবার ৪০টি মেহগিনি গাছ, ৩০ টি সোনাঝুরা গাছ এবং ১০টি গামার গাছ রোপন করা হয় সংস্থার উদ্যোগে |

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গাছগুলি যাতে নিশ্চিত ভাবে বেঁচে থাকতে পারে তার জন্য গাছগুলোকে রোপনের আগে বিগত কয়েক মাস ধরে সযত্নে গাছগুলিকে বড় করা হয়েছে |

স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী: সবুজের অভিযানের এই উদ্যোগে খুশি হয়ে এলাকার বাসিন্দার ড: নাসিরউদ্দিন মোল্লা এনজিও সদস্যপদ গ্রহণ করেন |
স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজ অভিযান সভাপতি নিখিল কুমার খা সহ আরো অনেকে।

 

Related posts

মঙ্গলকোটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া ১৭ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হল

E Zero Point

ভোটের খবরঃ বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যের নির্বাচনী প্রচার

E Zero Point

তৃণমূলের প্রেস কনফারেন্সঃ সরাসরি: অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, জানাল তৃণমূল

E Zero Point

মতামত দিন