06/05/2025 : 6:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রেম ভালোবাসার জেরে বিষ খেয়ে আত্মঘাতী মেমারির যুবতী

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৯ নভেম্বর ২০২৩:


প্রেম ভালোবাসার জেরে বিষ খেয়ে আত্মঘাতী মেমারির যুবতী। দেহ ময়নাতদন্ত হলো আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দেহ বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত যুবতীর নাম শিল্পা পোদ্দার। বাড়ি মেমারি থানার অন্তরগর্ত পাল্লা চাচাই ২নম্বর ক‍্যাম্প এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় প্রেম ভালোবাসার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে। ১৯ নভেম্বর রবিবার, সন্ধে ৬টা নাগাদ বিষ খায় সে। প্রথমে কেউ বুঝতে পারেনি সে বিষ খেয়েছে। পরে শারীরিক অবনতির ফলে পরিবারের লোক বুঝতে পারে সে বিষ খেয়েছে।প্রথমে তাকে বড়শুল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন‍্য আর এরপরেই, মঙ্গলবার বিকেল ৪টে ৪৫মিনিটে মৃত্যু হয় ওই যুবতির বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বুধবার দেহ ময়নাতদন্ত করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

 

Related posts

৪১ কেজি গাঁজা সমেত ২ মহিলা সহ ৩ জন গ্রেপ্তার বর্ধমানে

E Zero Point

ত্রয়ী সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

পূর্বস্থলী কলেজে জাতীয় সেবা প্রকল্পের ক্যাম্প

E Zero Point

মতামত দিন