জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ মে ২০২৪ :
টিউশন পড়ে বাড়ি ফেরার পথে পথ-দুর্ঘটনায় জখম একাদশ শ্রেণির ছাত্রী। মেমারির মায়েরকোল পাড়া এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর বারোটা নাগাদ সাতগাছিয়া দিক থেকে মেমারি দিকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল মাছ ভর্তি ৪০৭ একটি পিকআপ ভ্যান। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যান। ঠিক তার সামনে ছিল একটি টোটো। সেই সাথে রাস্তার পাশে টিউশন পড়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিল মেমারির ছিনুই এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অদ্রিজা ঘোষ।
বেপরয়া গতিতে থাকা মাছ ভর্তি ৪০৭ গাড়িটি প্রথমে মোটর চালিত ইঞ্জিনভ্যান এর পেছনে ধাক্কা মারে। এরপরেই ইঞ্জিন ভ্যানটি টোটোর পেছনে ধাক্কা মেরে রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরত্বে থাকা একটি ঔষধের দোকানে ঢুকে যায়। এরপর টোটো সামনে থাকা একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে সজোরে ধাক্কা মেরে পরে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা দেয়।
মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মেমারির মায়েরকোল পাড়া এলাকায়। ঘটনায় অদ্রিজা ঘোষ নামে একাদশ শ্রেণীর ওই ছাত্রী গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ওই স্কুল ছাত্রীকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক জানান তার মাথায় আঘাত রয়েছে।
এরপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানের অনাময় ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়। টোটো চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় আটক করা হয়েছে ঘাতক গাড়ি ও তার চালককে।
তবে স্থানীয়রা জানান শহর মেমারিতে প্রায়শই বেপরোয়া গতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বারংবার সচেতন করা সত্ত্বেও একশ্রেণীর চালকদের হুঁশ নেই। যার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। অবিলম্বে দুর্ঘটনার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি ও সেই সাথে শহরের রাস্তাগুলিতে স্পিড ব্রেকারের দাবী করেন স্থানীয়রা।