06/10/2024 : 5:19 PM
আমার দেশ

জামাই ষষ্ঠীর দিনে বাসন্তীতে ভয়াবহ পথ দূর্ঘটনা, মৃত দুই, আহত একাধিক

জিরো পয়েন্ট নিউজ – উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগণা, ১২ জুন ২০২৪ :


বুধবার জামাই ষষ্ঠীর দিন মর্মান্তিক পথ দূর্ঘটনা সুন্দরবনে।মৃত দুই। আহত বেশ কয়েকজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, এদিন সুন্দরবনের বাসন্তী থানার আমঝাড়ার জয়দেব পল্লীর কাছে একটি মাল বোঝাই মোটরভ্যানের সাথে একটি যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।টোটোটি রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রী নামাছিল।

আর সেই সময় সামনের দিক থেকে আসা একটি মাল বোঝাই মোটরভ্যান নিয়ন্ত্রন হারিয়ে টোটোয় ধাক্কা মারে।আর তাতে বেশ কয়েকজন টোটোর যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আর আহত তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।

Related posts

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো সংকটজনক

E Zero Point

আদিবাসীদের ক্ষমতায়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান

E Zero Point

ই-গোপালা অ্যাপ –এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন